অন্যদিকে অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে, এবং আব্দুল মতিন নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।