রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হয়েছেন রিয়াজুল ইসলাম। আজ রবিবার তিনি প্রথম যোগদান করেন এবং এসময় বিভিন্ন সংগঠন ও তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শনিবার (৮ মার্চ) তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Town Improvement Act. 1953 এর ধারা ৪(২) অনুযায়ী ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম তার শুভাকাঙ্ক্ষীদের বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আমি বদ্ধপরিকর। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।