মোঃমহিবুল্লাহ।। ভোলায় সাংবাদিক নির্যাতনকারী এজাহারভুক্ত অপর আসামীকেও গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে এখন পর্যন্ত ৪জন আসামীকে গ্রেফতার করলো র্যাব। শনিবার (৮ মার্চ) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার উত্তর দিঘলদী গজারিয়া এলাক থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি জানান, তার নেতৃত্বে একটি টহল দল সাংবাদিক নির্যাতনকারী এজাহারভুক্ত ৩নং আসামী ভোলার উত্তর দিঘলদীর গজারিয়া এলাকা তার বোনের বাড়ীতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে আসসমীদের গ্রেফতারে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সাহসী ভুমিকায় স্বস্থি জানিয়েছে আহত সাংবাদিক ও তাদের পরিবার। অন্যদিকে ভোলায় কর্মরত সাংবাদিকরা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার চরনোয়াবাদ ও আলীনগর এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২নং আসামী মোঃ হাবিব উল্লাহ খোকন এবং ৪নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করা হয়। ওই দিন র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ কামাল হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।
উল্লেখ্য, গত ৪ মার্চ মঙ্গলবার ভোলা শহরের খালপড়া এলাকায় সংবাদ সংগ্রহের এক পর্যায়ে সন্ত্রাসী দল দুই সাংবাদিকের উপর হামলা চালায়। এতে দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, সাংবাদিক লিটন শেখসহ আরো ৩/৪ জন গণমাধ্যম কর্মী আহত হন। ওই ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-৪/১১৯, তারিখ- ৪/৩/২০২৫ইং।