মোঃ মহিবুল্লাহ।। ভোলায় বিএনপি পার্টি অফিস ভাংচুর ও হামলার ঘটনায় মামলার শুনানিতে আওয়ামী লীগের ২ জনকে অন্তর্ভুক্তিকালিন জামিন ও বাকি ১৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে জেলা দায়রা জজ আদালত। ভোলায় ২০১৯ সালে বিএনপি অফিসে ভাংচুর মামলায় আদালতে জামিন চাইতে এসে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ১৬ নেতাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠান আদালত। জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমান কোর্টে ৩ ঘন্টা শুনানির পরে তাদের জামিন না দিয়ে জেল হাজতে পাঠান।
একই মামলায় গ্রেফতার হওয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ ও পৌর কাউন্সিল মোঃ মিজানুর রহমান জামিন দেয়া হয়েছে। জামিন মঞ্জুর না হওয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে- আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান ও মো. জাকির হোসেন।