দিবাগত রাতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া এলাকার মাঠে আতিয়ার নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ সকালে হত্যাকান্ডের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মিজানুর রহমান মহোদয়। উক্ত হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে পুলিশ সুপার মহোদয় ভিকটিম এর বাড়িতে তার পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । পুলিশ সুপার মহোদয় উক্ত হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এছাড়া তিনি সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে কোন ধরনের বেআইনি কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনতার প্রতি অনুরোধ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।