জুবায়ের আহম্মেদ ফাহিম : বেলা ১২ টায় ভৈরব দুর্জয় মোড় পল্লী শক্তি বার্তার অফিসে প্রাকৃতিক চর্চা ও চিকিৎসার পথিকৃত লায়ন ডাঃ আলমগীর মতির মডার্ণ হারবালের পণ্যের মাধ্যমে সুস্থ্য থাকা ও ইনফরমেশনের মাধ্যমে বেকারদের কাজে লাগিয়ে বেকারত্ব কমানোর সুব্যবস্থা রয়েছে বলে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লার সিপিএস ও ডিলার ট্রেইনার সোহেল আল মামুন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী শক্তি বার্তা ডটকমের সম্পাদক – প্রকাশক মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ লতিফ, বেলাব উপজেলার ডিস্টিবিউটর কামরুল হুদা, শিকড় টিভির চেয়ারম্যান মোঃ আঃ মজিদ,ডিষ্টিবিউটর মোঃআল আমিন সহ ভৈরবের ডিস্টিবিউটর গণ।