রুবেল হোসেন।। সাম্প্রতিক ঘটনা মাগুরায় শিশু ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুসছে সারা দেশের বিবেকবান জনগণ।
মানুষের বিবেক কতটা নিচে নামলে ৮ বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মত নির্মমভাবে ধর্ষণ করতে পারে এমন প্রশ্ন সকলের।
সুশাসনের জন্য নাগরিক – সুজনের দৌলতখানের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বলেছেন আমাদের দেশে প্রচলিত আইনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ইসলামী শরিয়াহ আইন আছে, সরকার চাইলে ধর্ষণের মতো কিছু কিছু ক্ষেত্রে ইসলামী শরিয়াহ আইন অন্তর্ভুক্ত করতে পারে, যাতে করে সমাজের মধ্যে অপরাধীদের মধ্যে অপরাধ করার আগেই ভয় ভীতি সৃষ্টি হয়। আরও বলেন অতি দ্রুত বিচার আইনে ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরই প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃধা সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিব পন্ডিত এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহান হাওলাদার পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হান কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র ছাত্রীদের সাথে সাধারণ জনগণও অংশগ্রহণ করেন এবং আচিয়া সহ সারা দেশে বিভিন্ন ধর্ষনের উপযুক্ত বিচার দাবি করেন।