মুন্সীগঞ্জ প্রতিনিধি: জনবান্ধব গণমুখী এবং আধুনিক পুলিশিং ব্যাবস্থার প্রবর্তনের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ১৩ টি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার বিকালে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বেতকা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান আলম শিকদার বাচ্চুর সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু। উপজেলা নির্বাহী অফিসার,টংগিবাড়ী মুন্সীগঞ্জ ও প্রধান প্রষ্ঠপোষক, কমিউনিটি পুলিশিং ফোরাম,থানা মুন্সীগঞ্জ মোছাম্মৎ হাসিনা আক্তার। সিনিয়র সহকারি পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল মুন্সীগঞ্জ ও প্রধান উপষ্টা, কমিউনিটি পুলিশিং ফোরাম, টংগিবাড়ী থানা মুন্সীগঞ্জ মো. রাজিবুল ইসলাম।প্রচার ও প্রকাশনা সম্পাদক , মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ মো. ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। সাধারন সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম টংগিবাড়ী উপজেলা মুন্সীগঞ্জ নবীন কুমার রায়। সমাবেশের আয়োজন ও পরিচালনায় সার্বিক তত্ত্বাবধায়ন করেন টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ আওলাদ হোসেন পিপিএম(বার)। আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বেতকা ইউনিয়ন ও টংগিবাড়ী উপজেলা সহ সভাপতি আওয়ামী লীগ মো.শওকত আলী মুক্তার, মো. হাফিজ আল আসাদ বারেক, মো. মোফাজ্জল কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধিগন, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দগন। উক্ত সমাবেশে বেতকা ইউনিয়ন এর সাধারন জনগনের মাঝে ব্যাপক আনন্দঘন উৎসবমূখর পরিবেশ দেখা যায়। উক্ত সমাবেশে বেতকা ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার লোকের উপস্থিতি দেখা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে পুলিশের এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন। বিশেষ করে অফিস করার পাশাপাশি কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে প্রতিদিন একটি করে ওয়ার্ডে গিয়ে জনগনের সমস্যা সরাসরি শোনা ও সমাধানের ব্যাবস্থা করার জন্য টঙ্গীবাড়ী থানার ওসিকে ধন্যবাদ জানান।