কালিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য ও পরিবার কল্যান সহকারীদের ৩য় থেকে ৪র্থ শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন তারা। কালিগঞ্জ পরিবার কল্যান সহকারী সমিতির সভাপতি জাহেদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমিতির সহ সভাপতি জান্নাতুল ফেরদাউস পুতুল, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তরা রানী, শামীম আরা প্রমূখ। বক্তারা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ তৃনমুল পর্যায়ের ২৩ হাজার ৫শ পরিবার কল্যান সহকারীর চাকুরীরত অবস্থায় ৩য় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় কালিগঞ্জে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী সমীপে স্মারক লিপি দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন বিগত ১০ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক সাফল্যের অন্যতম প্রধান হচ্ছে স্বাস্থ্য খাত। দেশে শিশু মৃত্যুর হার রোধ ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ কর্তৃক ২০১০ সালে বর্তমান সরকার এমডিজি এ্যাওয়ার্ড অর্জন হয়েছে। মাতৃ মৃত্যুর হার রোধে কাঙ্খিত লক্ষ অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা বাংলাদেশ পরিবার কল্যান সহকারী সমিতির দাবী মেনে নেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। মানব বন্ধনে কালিগঞ্জ উপজেলার পরিবার কল্যাণ সহকারী পরিষদের নেতৃবৃন্দ সহ মাঠ পর্যায়ের পরিবার কল্যান সহকারীরা উপস্থিত ছিলেন।