হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সদস্য, খুলনা বেতারের বিশিষ্ট সঙ্গীতশিল্পী আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শিল্পীর শয্যাপাশে বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সদস্য শিল্পী শান্তি গোপাল চক্রবর্তী। ১১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে মিনি স্টোর্কে আক্রান্ত হন। বর্তমানে আব্দুর রাজ্জাক সিবি হাসপাতাল ভর্তি হয়ে সেখানে ডাক্তার সুমন কুমার দাস এর তত্ত্বাবধানে আছেন।