আতিকুর রহমান ও নাসিম : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ বিশুদ্ধ পানি সরবরাহ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ১৮ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় মিশন পান্থশালায় অনুষ্ঠিত হয়েছে। অত্র বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র সভাপতিত্বে এবং প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মুক্তাদির এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, আলজাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ মো.এনামুল হক খোকন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, মো. শফিকুল অানোয়ার রঞ্জু, প্রভাষক মো. মনিরুজ্জামান ( মহসিন), আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো. আনছার আলী, আলহাজ্জ ডা: আবুল কাশেম, আলহাজ্জ নজরুল ইসলাম, আলহাজ্জ রেজাউল ইসলাম, মো. এবাদুল হক, আলহাজ্জ মোছা. ফাতেমা হক, মোছা. সুরাইয়া আক্তার প্রমূখ।
সভায় সাপ্লাই পানির লাইনের পাইপ ওয়াশ করা, বকেয়া আদায়ে আরো বেশি বেশি তাগিত দেয়া, পরবর্তী মিটিংয়ে বিলের বকেয়া গ্রাহকদের তালিকা উপস্থাপন, বিভিন্ন মালামাল ক্রয়-বিক্রয় কমিটি অনুমোদন সহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অালহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা।