হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় লিডার্সের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় সমাজ পরিবর্তনে যুব সংহতি স্কুল বির্তক একমাত্র লোকজ সাংস্কৃতিই পারে সামাজিক সম্প্রীতি রক্ষা করতে বিষয়ের পক্ষে পানিয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল অংশ গ্রহন করে। বির্তক প্রতিযোগীতায় ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। মডারেটর দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ। বিচারক ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, লিডসের প্রকল্প সমন্বয়কারী শওকাত আলী। লিডাসের উপজেলা সমন্বকারী সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সনদ চক্রবর্তী, প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শিক্ষক মোঃ আকরাম হোসেন, লিডাসের মৌতলা ইউনিয়ন ফ্যাসিলিটর শম্পা বিশ্বাস, বাবর আলী প্রমুখ। পরে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদালয়ের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।