বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
নড়াইলের দু’টি পরীক্ষা কেন্দ্রে ৯জন বহিষ্কার

নড়াইলের দু’টি পরীক্ষা কেন্দ্রে ৯জন বহিষ্কার

উজ্জ্বল রায়, নড়াইলঃ চলতি এসএসসি পরীক্ষায় রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নড়াইলের কালিয়ায় দু’টি কেন্দ্র থেকে ৯জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উজ্জ্বল রার নড়াইল জেলা প্রতিনিধি জানান, এর মধ্যে কালিয়া পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের (৩২২) ৬জন ও কালিয়া পিয়ারী শংকর বালিকা বিদ্যালয় কেন্দ্রের (৪৭১) ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হচ্ছে দেবু বিশ্বাস (২৪৮৫০৮), আঃ করিম মোল্যা (২৪৮৪৭৫), রবিন পাল (২৮০২৬০), রিতম বিশ্বাস (২৮০২৫৯), মোঃ রোকমান শেখ (২৭৯৮১২), অজিত (২৭৯৮০৯), মিনহাজুল ইসলাম (১৩১১৫৮), জুম্মান শেখ (২৭৯২২০) ও মোঃ ইসমাইল খাঁন (২৭৯২১৫)। এদের শরীরের বিভিন্ন জায়গার বইয়ের ছিড়া পাতা লুকিয়ে রাখা ও অসদুপায় অবলম্বনের অপরাধে তাদের বহিস্কার করা হয়েছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষায় আরবি দ্বিতীয় পত্র বিষয়ে নকল করার অপরাধে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬জন মাদ্রাসা পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এ পর্যন্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় কালিয়ার তিনটি কেন্দ্রের সর্বমোট ১৫জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com