মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে হঠাৎ ফাঁকা আরাভ জুয়েলার্স, কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত-দুবাই
রাজশাহীতে ইসকন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন  করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহীতে ইসকন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন  করলেন রাসিক মেয়র লিটন

লিয়াকত হোসেন, রাজশাহী: ১৮ তলা বিশিষ্ট নবনির্মিতব্য শ্রী শ্রী দিগম্বর জৈনঠাকুর মন্দির বাড়ি (ইস্কন মন্দির) এর শিলান্যাস (ভিত্তি প্রস্তর স্থাপন) করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর রেশমপট্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)।
ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নয়ন করছেন। নিজেদের অর্থে পদ্মা সেতু হচ্ছে, উন্নয়ন আজ কোন কল্পকাহিনী বা আবেগের কথা নয়, এখন টেলিভিশন, পত্র-পত্রিকার পাতা খুললেই দেখা যাবে দেশের উন্নয়নের চিত্র। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে রাজশাহীরও উন্নয়ন হচ্ছে।
মেয়র আরো বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলে মহান মুক্তযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। এখন সবাই একসাথে দেশের উন্নয়ন করছি।  অনুষ্ঠানে মেয়র ইস্কন মন্দির নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ইস্কনের অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারীর সভাপতিত্বে বিশিষ অতিথি ছিলেন বাগমারার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্রী অনিল কুমার সরকার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার, রুয়েটের প্রফেসর ড. নিরেন্দ্রনাথ মুস্তফী, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার সেরওয়াগী জৈন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামাল কুমার ঘোষ ।
আর্শীবদকবৃন্দ ছিলেন ভারত, মায়াপুর ইস্কন সন্ন্যাসী, শ্রীশ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, বাংলাদেশ ইস্কন এর সহসভাপতি শ্রীশ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রক্ষচারী।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com