মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের পুলিশ সুপারের নির্দেশ, বিশেষ তথ্যের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানাধীন বাড়ৈপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হাসিবুল(২০) পিতা :আনসার আলী গ্রাম: কলা মন খালি থানা: কালিয়া জেলা নড়াইল কে বুধবার ১২ ফেব্রুয়ারি ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশের এস আই ছৈায়দ জামারত আলী। তাকে নড়াইলের কালিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।