শুক্রবার প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত দশ বছরে দেশে গণমাধ্যম দ্রুত বিকশিত হয়েছে। আজকে মিডিয়া বলতে শুধু খবরের কাগজকে বোঝায় না। এখন এতে খবরের কাগজ, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টাল অন্তর্ভুক্ত হয়েছে। সংবাদপত্রের চিত্র গত দশ বছরে বদলে গেছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস 2020 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ হাসান মাহমুদ এমপি, মন্ত্রী তথ্য মন্ত্রণালয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুন্নাহার সচিব ,তথ্য মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,
সিনিয়র সাংবাদিক নঈম নিজাম সহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, দেশে মিডিয়ার ব্যাপক বিকাশের কারণে মিডিয়ায় আরো অনেক নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। তিনি মনে করেন, যে কোনো মিডিয়ায় যে কোনো ধরনের ভুয়া নিউজ প্রচার হলে তা অনেক ক্ষেত্রেই সমাজের পাশাপাশি রাষ্ট্রের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে।
গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
একই সাথে দেশের গণমাধ্যম চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। অনলাইন পোর্টালের নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।।