উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজল সরকার (২৫) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর আরোহী আহত হন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলার খড়রিয়া ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল মাগুরা জেলার নহাটা গ্রামের নবকৃষ্ণ সরকারের ছেলে। নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া থাকতেন তিনি।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী নড়াইল সদরের বাঁশভিটা গ্রামের অমিতোষ বিশ্বাসের ছেলে অভিষেক আহত হন। তারা মোবাইল ফোন কোম্পানি ‘রবি’র সিম বিক্রেতা। দু’জন মোটরসাইকেলযোগে নড়াইল থেকে কালিয়ার পেড়লী বাজার এলাকায় যাচ্ছিলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলার খড়রিয়া ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।