অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত উবার চালক রকি (৩১) কে বাড্ডা থেকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।
আজ রবিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১.৩০ ঘটিকায় বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে রকিকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৫ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুম বনশ্রীতে নিজের বাসা হতে ধানমন্ডি-৩২ যাওয়ার জন্য উবার অ্যাপস্ এ কল করেন। কল করার পর উবার ড্রাইভার গ্রেফতারকৃত রকি একটি গাড়ি নিয়ে অভিনেত্রীর বাসার সামনে আসলে তিনি গাড়িতে উঠেন। পরবর্তীতে রকি গাড়ি চালানোর সময় ধানমন্ডি-৩২ এর দিকে না গিয়ে গুলশানের দিকে যেতে থাকে। এতে রুবিনা রকিকে গুলশানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে রকি ধমক দেয় এবং কোন কথা না বলে চুপ থাকতে বলে। অপহরণের বিপদ আঁচ করতে পেরে এমন পরিস্থিতিতে রুবিনা চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চাইতে শুরু করেন। এতে রকি গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় এবং একই সাথে রুবিনাকে ভয় ভীতি দেখাতে থাকে। গাড়ি চলন্ত অবস্থায় কিছুক্ষণ পর রুবিনা গাড়ির একটি দরজা খুলে ফেলে। এ সময় রকি গাড়ি থামাতে বাধ্য হয় এবং রুবিনা গাড়ি থেকে বেরিয়ে আসে। রুবিনা গাড়ী থেকে নেমে আসার পর আশেপাশের লোকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে রকি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৫) রুবিনার অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে গাড়িটির চালক পলাতক রকির অবস্থান নিশ্চিত করে রামপুরা থানা পুলিশ। পরবর্তীতে আজ রবিবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত রকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।