উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা ডিবি পুলিশের এস আই তাহিদ, এ এস আই দুরান্ত আনিস, এ এস আই নাহিদ,কং শীনারায়ন চন্দ, মফিজ, বাবু মোহন কুুন্ডু, সরোয়ার, সুফিয়ান গ্রেফতার করে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, মাগুরা জেলা ও নড়াইল সদর থানায় একাধীক (৪ চারটি) মটর সাইকেল চুরি মামলার পলাতক ওয়ারেন্টের আসামি মোঃ আকিদুল ইসলাম (৩০) পিতাঃ শাম শেখ,সাং জুড়োলিয়া গুচ্ছোগ্রাম (গুপিকান্তপুর) থানা জেলা নড়াইল কে, গুপিকান্তপুর গুচ্ছোগ্রাম থেকে গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় সর্পদ করে। ২১/০২/২০২০ তারিখ রাত ১টার সময় নড়াইল পুলিশ সুপার এর নির্দেশে গ্রেফতার করে।