হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ সরকারি কলেজের (অবঃ) অধ্যাপক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভূমি কমিটির সভাপতি, কালিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছের মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ্ব অধ্যাপক আব্দুল খালেক স্যার আমাদের মাঝে আর নেই। সকল জল্পনা-কল্পনা, আশা ভরসার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। (ইন্নালিল্লাহি ……. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মহরম এর মৃতদেহ খুলনা থেকে গ্রামের বাড়ি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে নিয়ে আসা হয়। আগামীকাল শুক্রবার জুম্মা বাদ কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ফুটবল ময়দানে মহরমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে অধ্যাপক আব্দুল খালেক এর মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে হাজার হাজার শোকাহত মানুষ, এলাকাবাসী রাজনৈতিক সহকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ভূমি কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী পুরুষ সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য বাড়িতে ভীড় করেন এবং গভীর শোক ও সমবেদনা জানাযন। অধ্যাপক আব্দুল খালেক স্যার এর মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য অধ্যাপক আলহাজ্ব আব্দুল খালেক ছিলেন সময়ের উপযোগী একজন সাহসী ও প্রতিবাদী ব্যক্তি। সড়ক দুর্ঘটনাজনীত তার মৃত্যুতে কালিগঞ্জবাসী একজন সৎ ও সাহসী ব্যক্তিকে হারালো।অধ্যাঃ আব্দুল খালেক এর স্ত্রী মোছাঃ নারগিছ পারভীন, ভ্রাতা আলহাজ্ব আব্দুল হান্নান, ভাগ্নে ডাঃ আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার জুম্মার নামাজবাদে কালিগঞ্জ বসস্ট্যান্ড সংলগ্নে শহীদ সামাত স্মৃতি ময়দানে মরহুমের নামাজের যানাযা অনুষ্ঠিত হবে।