বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার তিথী নামক একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে অভিযান পরিচালনা করে এসব ওষুধ জব্দ করে।
অভিযান শেষে ফার্মেসিটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য সচেতনতা ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।