রেজাউল ইসলাম:পুরো বিশ্ব আজ আতংকে দিশেহারা শুধুমাত্র নোবেল করোনা ভাইরাসের আক্রমনে। এর ঝুঁকি এড়াতে ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় এর থেকে সুরক্ষার অংশ হিসেবে অদ্য ২৪ শে মার্চ সন্ধ্যা ৭.০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মঠবাড়িয়ার পৌরসভার বাজারসহ অত্র উপজেলার সমস্ত হাট বাজার বন্ধ থাকবে ।
অদ্যকার মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবরোধে উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস (ভারপ্রাপ্ত) জানান, শুধুমাত্র কাঁচামালের দোকান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ফার্মেসী খোলা থাকবে। এগুলো ব্যতিত সকল দোকান ও সাপ্তাহিক হাট আজ সন্ধ্যা ৭ ঘটিকা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ জানান।
তাদের আলোচনার এক পর্যায়ে এ সিদ্ধান্ত হয় যে
কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। সভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণজমায়েত এড়ানোর লক্ষ্যে এবং জেলার বিভিন্ন এনজিও সমূহকে তাদের ঋণের কিস্তি আদায় সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান, বণিক সমিতির সভাপতি শামসুল হক, সহ-সভাপতি জিএম কামাল প্রমূখ।