রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং পাঁচ নির্বাচন কমিশনার পদে প্রার্থীদের সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটির বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।