প্রানপ্রিয় সাতক্ষীরার দেবহাটা উপজেলাবাসী,,
সালাম ও শুভেচ্ছা রইল। ২০১৯ সালের অাজকের এই দিনে অাপনারা অাস্হা,বিশ্বাস, অার ভালোবেসে মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অামাকে সেবক নির্বাচিত করেছিলেন। এজন্য অামি অাপনাদের কাছে অাজীবন ঋণী ও কৃতজ্ঞ থাকব।
বিগত একবছর অামি অাপনাদের ভোটের মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে অাপনাদের সাথে ও পাশে থেকে কাজ করেছি। পরবর্তী বছরগুলোতে এভাবেই অাপনাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি সেজন্য সবসময় দোয়া, আশীর্বাদ ও সহোযোগিতা কামনা করি।আল্লাহ্ তায়ালা আপনাদের সকল কেই পরিবার পরিজন নিয়ে সুস্হ্য,সুন্দর ও নিরাপদ রাখুন সবসময় এ-ই কামনা করি।