শেখ আবু নাছিম, উপজেলা প্রতিনিধিঃ মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের গঠিত নাজিমগঞ্জ বাজার মনিটরিং টিম পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে কঠোর অবস্হানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শনিবার সকালে কালিগঞ্জের নাজিমগঞ্জ কাঁচাবাজারে সচেতনতার জন্য মাইকিং করা হয়। দফাদার আব্দুর রব ছট্টু’র নেতৃত্বে গ্রাম পুলিশ শওকাত আলী, অচিন্ত কুমার, সেলিম হোসেন, আব্দুল কাদের কাঁচা বাজার তদারকিতে কঠোর দায়িত্ব পালন করছেন। এসময় সচেতনতামূলক প্রচারে বলা হয়, কাঁচাবাজার, মুদি, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানসমূহে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চিহ্নিত স্হানে দাঁড়িয়ে কেনাকাটা করুন। ক্রেতারা চিহ্নিত দাগে দাঁড়িয়ে কেনাকাটা করে এজন্য ব্যবসায়ীরা তাদের সচেতন করুন। সকলের সাবান দিয়ে ভালভাবে হাত ঘুতে হবে ও মাস্ক ব্যবহার করতে হবে।
সাথে সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে, কোন অবস্থাতেই কোন পণ্যের দাম বৃদ্ধি করা না হয়। অহেতুক বাজারে কেউ ঘোরাফেরা করবেন না। ভিড় এড়িয়ে ঘরে অবস্থান করুন। সরকারী আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করা হবে।