ঢাকা বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২০: শ্রীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী রুবেলকে মোবাইল ফোনে হুমকিদাতা সাহাবউদ্দিনকে গ্রেফতারের দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শ্রীপুরের জৈনা বাজার এলাকায় সাহাবউদ্দিন নামের এক ব্যক্তি রুবেলকে ফোন করে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়।
কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানান।
ফোনের কথোপকথনের রুবেলের ফোনে রেকর্ডকৃত অডিও বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠালে আজ সকালে তা কেন্দ্রীয় ফেসবুক আইডিতে প্রচার করা হলে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং গ্রেফতারের দাবি জানানো হয়।
হুমকির শিকার রুবেল জানান, সম্প্রতি আমি ১৪ দিনের সরকারী কোয়ারেন্টাইন থেকে বের হয়ে করোনা ইস্যুতে জনসচেতনতা তৈরীতে গণমাধ্যমে লেখালেখি অব্যাহত রাখি। এর সূত্র ধরে আমার এলাকার জৈনা বাজারে ব্যাপক জনসমাগম, ঠাসাঠাসি, হুমড়ি খেয়ে পড়ার মত উপক্রম। এখানে কোন ধরনের জনসচেতনতা আমার চোখে পড়েনি। তাই আমি ভিডিওচিত্র ধারণ করি এবং সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাজারের ইজারাদার আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে খাগড়াছড়িতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক ইদ্রিস আলীকে চাল চুরির খবর প্রকাশ করায় মেরে ফেলার হুমকি দিচ্ছে চোরচক্র। অন্যদিকে নারায়নগঞ্জের সাংবাদিক এম এ মান্নানকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএমএসএফ।