অনলাইন ডেস্কঃ
আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঘরে ঢুকতে দিতে নিষেধ করেছে পুলিশ সদর দপ্তর।
গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেসনোটে বলা হয়, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অপরাধ ঘটাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না।
এ নিয়ে কোনো সন্দেহ হলে নগরবাসীকে নিকটস্থ থানাকে অবহিত করা অথবা ৯৯৯–এ ফোন করে নিশ্চিত হয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে পুলিশ।