অনলাইন ডেক্সঃ সাতক্ষীরার ভোমরায় করোনার উপস্বর্গ নিয়ে ভ্যান চালক খায়রুল ইসসলাম(৫৫) এর মৃত্যু হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) ভোররাতে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। তিনি ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের ঘরজামাই এবং মৃত আব্দুল গফুর এর পুত্র।
এলাকাবাসী সুত্রে জানাযায়, খায়রুল ইসলাম একজন ভ্যানচালক। তিনি কাজের জন্য চিটাগং কোন এক ইট ভাটায় কাজ করতেন। গত ২৬এপ্রিল বাড়িতে আসলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হয়।
কিন্তু তিনি লকডাউন না মেনে এলাকায় ঘোরাঘুরি, ধান কাটাসহ চৌবাড়িয়া বৈচনা সম্মিলিত জামে মসজিদে নামাজ আদায়ও করতেন। তার সর্দি ও কাশি ছিলো।
যদিও তার পুত্র আবু বক্কর সিদ্দিক বলেন, তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। আর সর্দি কাশি তার দীর্ঘদিনের রোগ।
এবিষয়ে ভোমরা ইউপি চেয়ারম্যান বলেন, আমি প্রথমে শুনেছি খায়রুল ইসলাম করোনার উপস্বর্গ নিয়ে মারা গেছেন। কিন্তু তার পরিবারের দাবি হৃদরোগে মারা গেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত জানান, আমরা মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য প্রতিনিধি পাঠিয়েছি।