হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াও, রাহাজানী ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ আসছেন হলিউড অভিনেত্রী কেইট ব্ল্যানচেট।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র রোববার (১১ মার্চ) জানায়, আগামী ১৭ মার্চ (শনিবার) বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর এই শুভেচ্ছা দূত।অস্কারজয়ী অস্ট্রেলীয় এই অভিনেত্রী তার চারদিনের সফরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।