মানুষ মানুষের জন্য কথাটা সত্য প্রমাণিত হয়েছে ইতনা ইউনিয়ন fb গ্রুপ ও well wishers of itna সংগঠনের পক্ষ থেকে এই করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা ঝুঁকি এবং পবিত্র রমজান মাস জুড়ে।
এই দুর্যোগে নতুন আত্মপ্রকাশ করে একটা সংগঠন কি করে মুহূর্তের মধ্যে একটা সচেতন হতে মানুষ কে ঘরে রাখতে নিরলস ভাবে কাজ করে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।
এখন পর্যন্ত একটা হাজার তিন শত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কাজটা সুচারু ভাবে করতে পেরেছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়াও চলতি প্রবিত রমজান মাসে
ইতনা ইউনিয়নে যে ছয়টা এতিম মাদ্রাসা আছে তাদেরকে রমজান মাসের খাবার এবং ইফতার সমগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
পুরা ইউনিয়ন ব্যাপি যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি চলছিল তার ধারাবাহিক অংশ হিসেবে ইউনিয়নের ছয়টা মাদ্রাসা কে ১লা রোজা থেকে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হল। এছাড়াও উঃলংকারচর চর সূচাইল পাচাইল,ডিগ্রির চর সহ ইউনিয়নের ৮টি ওয়ার্ড এক হাজার শত পরিবারকে দশ কেজি চাল, আলু দুই কেজি, ডাউল এক কেজি, পিয়াজ এক কেজি, লবন এক কেজি, তেল এক কেজি, বড়ো সবান একটি করে এবং মাদ্রাসাতে খাদ্য সামগ্রী সহ ইফতারি যেমন গ্যাস, মুড়ি,চিড়া, দুধ,চিনি,খেজুর,ছোলা ইত্যাদি বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য হোটেল রেষ্টুরেন্ট বন্ধ থাকার কারনে তাদেরকে এক কালিন মাসের বাজার সরবরাহ করা হল।
কথা হল পূজা ব্যানার্জির সাথে তিনি বলছিলেন রমজানের ইফতার সবার কাছে প্রিয় আমরা মানে পাপিয়া ব্যানার্জি বাসার নিয়মিত ইফতারি তৈরি করে সবাই মিলে মজা করে খাওয়া হত এখন আমি বাইরে থাকি অন্য রোজাদারদের এ ইফতার সামগ্রী বিতরণ করে গ্রুপের সবার মত আমার ও ভাল লাগছে।
তিনি বলেন ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপ ও চলো ঐক্য বন্ধ হই এর সাথে আমার পরিবারের সদস্যরা একসাথে ভালো একটা কাজে শরিক হতে পেরে আনন্দিত। তিনিও বলেন যাদের সুযোগ আছে তাদেরকে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে।
গ্রুপের অন্যতম এডমিন মো আল আমিন বলেন এই ক্রান্তিকালে আমার ইউনিয়ন ইতনা তে এই ধরনের একটা মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারা অনেক ভালো একটা কাজ ।আমি বিষয়টি তদারকি করতে পেরে সত্যিই আনন্দিত।
মো রফিকুল ইসলাম যিনি সরাসরি কাজ করে যাচ্ছেন একঝাক তরুণ প্রজন্মের সেচ্ছাসেবকদের নিয়ে গর্ব বোধ করেন। করোনাভাইরাস আক্রান্ত মোকাবেলা করতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। আমার এলাকার ছেলেমেয়েরা সুন্দর আয়োজন করছে আমি ও তাদের গাইড করতে পেরে বিপদে কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমরা সবাই সত্যিই আনন্দিত।
নেপথ্যে থেকে যিনি নিরলস ভাবে সমর্থন দিয়ে সংগঠনের চলমান প্রক্রিয়া শুরু এবং সুন্দর ভাবে বাস্তবায়ন করছেন সবার শ্রদ্ধেয়া এবং প্রিয় দিদি পাপিয়া ব্যানার্জি।
তিনি বলেন ইতনা ইউনিয়ন লোহাগড়া উপজেলার দুর্গম একটি জনপদ। দির্ঘ দিন ধরে সমাজের জন্য ভাবছি পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের এলাকার সাধারণ মানুষের পাশে সম্মিলিত ভাবে কি ভাবে দাড়াতে পারি। ব্যানার্জি পরিবার সব সময়ই কমবেশি সহযোগিতা করে আসছে। তাই আমরা সবাই মিলে সচেতনতা বাড়াতে প্রতিবেশীর জন্য ভাল কিছু অনুপ্রেরণা যোগাতে আমার মেয়ে কানাডা প্রবাসী পূজা ব্যানার্জির সাথে চিন্তা করে দেখলাম করা উচিত তাই তরুণ প্রজন্মের জন্য তাদের সাথে করে শ্রম মেধা এবং অর্থ প্রান্তিক মানুষের দুর্ভোগ কমাতে পাশে দাঁড়াতে। আমি একাত্মতা প্রকাশ করতে পেরে নিজে যেমন আত্মতৃপ্তি পাচ্ছি তেমনি ভাবে ইতনার তরুণ প্রজন্মও। ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপ ও চলো ঐক্য বন্ধ হই এর গ্রুপ পেজে আমার চেনা অচেনা অনেক তরুণ তাদের মেধা এবং শ্রমে একটি নতুন সংগঠন এলাকার এই ক্রান্তিকালে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি সম্পন্ন করতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি।যদিও সকল কৃতজ্ঞতা স্বীকার করছি গ্রুপের প্রিয় সদস্য এবং সেচ্ছাসেবকদের। তারা নিজেরা যে ভাবে কষ্ট করে একটা বিশেষ ধরনের পরিবর্তন আনতে পেরেছেন। এই কৃতিত্ব ইতনা বাসি এবং আমি আমরা সকলের।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার পরিবারের সদস্যদের যারা সবরকম সাহায্য সহযোগিতা করে আমাকে উৎসাহ দিয়ে পাশে দাঁড়িয়েছে। আরও কৃতজ্ঞতা ইতনার ভাই বন্ধুদের যারা দেশে এবং দেশের বাইরে থেকে ও যথেষ্ট সহায়তা এবং উৎসাহ দিয়ে যাচ্ছেন।
সর্বোপরি আমার এই গ্রুপের সকল এডমিন, সদস্য এবং সেচ্ছাসেবকদের যারা নিজেদের ঝুঁকি যেনেও দায়িত্ব পালন করে সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করেছে।
যার কারণে একটি সংগঠন ফাউন্ডেশনে রুপান্তরিত হতে যাচ্ছে।আশাকরি এটাকে শুধু ইতনা নয় সমগ্র নড়াইলে এর ব্যাপ্তি ছড়িয়ে যাবে।সবার জন্য অনেক শুভকামনা জানান।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ২বাংলারনিউজ.কমএর সম্পাদক সৈয়দ খায়রুল আলম বলেন আমি এই গ্রুপের সাথে কাজ করতে পেরে সত্যিই গর্বিত। কারন দেশের এই ক্রান্তিকালে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর মতো একটা কাজের যারা আমাকে সম্পৃক্ত করেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও সপ্তাহে দু’দিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটা যুগান্তকারি পদক্ষেপ। আর যারা এটাকে ফাউন্ডেশনের মাধ্যমে আরো যুগোপযোগী করতে যাচ্ছেন আমাকে এ কাজে সহযোগি হিসেবে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিয়নের সকল স্তরের সদস্যদের।
আসুন বিরোধিতার না করে হাতে হাত মিলিয়ে মানুষের কল্যাণে কাজে করে ইতনা ইউনিয়ন কে আরো আধুনিক বাংলা গড়ে তুলি। আরো সমাজে আরো একবার প্রমানিত হোক মানুষের জন্য।
সৈয়দ খাইরুল আলম
সম্পাদক, 2 বাংলার নিউজ