বিচার বিভাগকে দলীয়করণের হাত থেকে রক্ষা করতে নীতিমালা প্রণয়ন করে উচ্চ আদালতে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বার সভাপতি জয়নুল আবেদীন বলেন, সরকার সর্বোচ্চ আদালতে নতুন বিচারপতি নিয়োগের পায়তারা করছে। আমাদের দাবি ছিল- নীতিমালা করে বিচারক নিয়োগ দেয়া হোক। কিন্তু আজ পর্যন্ত নীতিমালা করা হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সৎ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে বিচারক হিসাবে নিয়োগের বিকল্প নেই।