এম এ এইচ চৌধুরী মিথুন:করোনাময় মহামারীতে পুরো বিশ্ব থমকে গেছে। দিন যত গড়াচ্ছে করোনা মনে হয় আরো ভয়াবহতার দিকে এগুচ্ছে। বিশ্বের বাঘা বাঘা দেশগুলো করোনার গ্রাসে ধ্বংসের মুখে পতিত হয়েছে। চীনের উহানের ছোট একটি ভাইরাস সারা বিশ্ববাসীকে থমকে দিয়েছে।
দেরীতে হলেও করোনা বাংলাদেশেও প্রবেশ করে। করোনা প্রবেশের পরপরই সারা দেশ লকডাউনে রাখা হয়। যার ফলে সারাদেশের প্রায় কোটি কোটি শ্রমিক, বেসরকারি চাকুরিজীবী, এবং দিন মজুর, খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন সংগঠনগুলো এই মহামারীময় বিপদে এগিয়ে এসেছে।
ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলায়
হরিপুর উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন রয়েছে,
এটি একটি সামাজিক, সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল ২৩ শে মে ২০২০ ইং তারিখে
আনুমানিক সকাল ১০ ঘটিকায়,
হরিপুর উন্নয়ন ফোরামের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোস্তাক আলম টুলু এবং ২ নং আমগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার,হরিপুর উন্নয়ন ফোরামে সভাপতি মোঃ হামিদুর রহমান সোহেল(বিসিএস),সহসভাপতি সাংবাদিক এম এ এইচ চৌধুরী মিথুন,মোঃ আল আমিন আব্দুল্লাহ বিপু,সাধারণ সম্পাদক মোঃ মোবারক হায়দার কাঞ্চন সহ সংগঠন এর সদস্য বৃন্দ।
এডভোকেট মোস্তাক আলম টুলু সাহেব বলেন, এমন মানবসেবার কাজে শুধু মাত্র মহৎ মানুষই এগিয়ে আসতে পারে, আপনারা যা করছেন খুব ভাল কাজ করছেন, এগিয়ে যান মানবিক যোদ্ধারা।
তিনি হরিপুর উন্নয়ন ফোরাম কে
সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।আজ হরিপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ৫০০ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী হিসাবে চিনি এবং লাচ্ছা সেমাই বিতরণ করা হয়।
গোটা হরিপুর উপজেলায় প্রায় ৬ টি ইউনিয়নে ওয়ার্ড হরিপুর উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।