বাঘ দেখলেই যেখানে অনেকের অন্তরাত্মা কেঁপে ওঠে সেখানে ভারতীয় তরুণী রুপালি মেশরম যেন বিরল এক ব্যতিক্রম। পোষা ছাগলকে বাঁচাতে তিনি লাঠি হাতে বাঘের সঙ্গে লড়াই করে সম্প্রতি অক্ষত বেঁচে ফিরেছেন তিনি। পশ্চিম মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ২৩ বছর বয়সের রুপালি জানান তার সেই বাঘের মুখোমুখি হওয়ার কথা। তিনি বলেন, ঘটনার দিন পোষা ছাগলের চিৎকার শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। দেখেন ছাগলটিকে বাঘে আক্রমণ করেছে। তখনই ছাগলটিকে বাঁচাতে তিনি মরিয়া হয়ে বাঘটাকে মারতে লাঠি নিয়ে তেড়ে যান। বাঘের গায়ে লাঠি দিয়ে বসিয়ে দেন কয়েকটি ঘা।শেষমেশ শিকার ছেড়ে বাঘ রুপালিকেই আক্রমণ করে। রুপালিও দমবার পাত্রী নন। লাঠি নিয়েই তাড়া করেন বাঘকে। পাল্টা এ আক্রমণে ভড়কে গিয়ে পালিয়ে যায় বাঘ। আর রুপালিকে বাড়ির ভেতরে টেনে নিয়ে গিয়ে তাকে রক্ষা করেন তার মা। ঘরে ফিরেই নিজের রক্তাক্ত মুখের সেলফি তুলে রাখেন সাহসী এ তরুণী।লড়াইয়ে রুপালির সঙ্গে সঙ্গে তার মা-ও সামান্য আহত হন। তাদেরকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।অবশ্য যার জন্য বাঘের সঙ্গে লড়াইয়ে নামলেন রুপালি সেই ছাগলটিকে বাঁচানো যায়নি। রুপালির চিকিৎসা করতে গিয়ে হাসপাতালের চিকিৎসক বলেন, তার সাহস দৃষ্টান্তমূলক। রুপালির সৌভাগ্য যে বাঘ তার দেহে কামড় বসাতে পারেনি। ওর মাথায়, কোমরে, হাতে, পায়ে আঘাত লেগেছে, তবে তা গুরুতর নয়।ঘটনাটি গত সপ্তাহের হলেও সম্প্রতি ওই তরুণীর সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি।