৭০-৮০ ভাগ বাংলাদেশের মেয়েরা আছে, যারা যৌবনের সময় ভুল পথে যায়- এমনটাই মন্তব্য করেছেন অভিনেত্রী রাজ রিপা। সম্প্রতি নিজের অভিনীত ময়না সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে, উদাহরণ টেনে এমন অভিমত প্রকাশ করেন তিনি।
রাজ রিপা বলেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে বড় হই, স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবা-মায়েরা তাদের চোখে চোখে রাখে। যেন একটা ফুলের টোকা তার মেয়ের গায়ে না লাগে। খুব পবিত্র রাখতে চায় তার মেয়েকে। কিন্তু আমাদের যে সময়, যৌবনের যে সময়তা আমরা পার করে আসছি বা আমরা যে যৌবনের বয়সে আসি- আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে বসি।
তিনি ভুল করার এই সময়টার কথা উল্লেখ করে বলেন, আমরা অনেক ভুল পথে চলে যাই। অনেক বাজে কাজে লিপ্ত হই, তো সেই উপলক্ষে আমাদের সমাজে ৯০ ভাগ মেয়ে বা ৭০-৮০ ভাগ বাংলাদেশের মেয়েরা আছে, যারা যৌবনের সময় ভুল পথে যায়।