কালিগঞ্জ প্রতিনিধিঃসাতক্ষীরা কালিগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জি এম রবিউল্যাহ বাহার। তিনি রবিবার (৭ জুন) বিকাল ৫ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। ঘুর্ণীঝড় আম্ফান এর মরণ ছোবলে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী থেকে ঘোলা পর্যন্ত একাধীক স্থানে খোলপেপুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতির সন্মুখীন হয় কালিকাপুর গ্রামের শতাধীক পরিবার। যদিও ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ স্থানীয় জনপ্রতিনিধিরা সহ জন সাধারণ বাঁধ সংস্কারের চেষ্টা করলেও চলতি পূর্নিমার গোনে আবারও ভেঙ্গে গিয়ে একাকার হয়ে গেছে জনপদ।
কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জি এম রবিউল্যাহ বাহার খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান, ইউনিয়ন তাঁতীলীগের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী জিল্লুর রহমান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শেখ মহিউদ্দীন, শেখ আব্দুল গনি, বিএনপি নেতা আমিনুর রহমান মোড়ল, আয়ুব হোসেন, জি এম মাহমুদ রনি, মাহমুদ মোস্তফা খোকন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান ও জি এম সাইফুল্যাহ প্রমুখ।