বুধবার, ২৫ মে ২০২২, ১২:২১ অপরাহ্ন
ধামরাইয়ের কেলিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপনে খবর আসে, ১০/১২ জন ব্যক্তি ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়ে কেলিয়া এলাকায় অবস্থান করছে। এসময় র্যাব ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হন। তাৎক্ষণিক ভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া ঘটনাস্থল থেকে পিস্তল-চাপাতিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।এখন পর্যন্ত ডাকাতদের নাম ঠিকানা জানা যায়নি।