ব্যুরো চীফ রংপুর : গত ২৪ জুন থেকে অতিবর্ষনের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করে অনুকূল অবস্থা লক্ষ্য করা গেছে। যদিও সীমান্তবর্তী মানুষের ভাষ্যমতে, বন্যা পরিস্থিতির অবনতি তাদের যে সব এলাকায় লক্ষ্য করা গেছে তা অবশ্যই ভারতের সুইসগেট খুলে দেওয়ায় ঘটেছে। এটা খুব আশংকা জনক ।
অতিবর্ষনের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও তা এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে যেহেতু এখন ভর বর্ষাকাল চলছে তাতে আশঙ্কা এখনও রয়ে গেছে। এ বছর যেমন ভাবে এই অতিবর্ষন হচ্ছে তাতে প্রকৃতি যে কোন সময় ভয়াবহ রূপ গ্রহন করতে পারে। নদীর বাঁধ যদি কোন ভাবে ভেঙে পড়ে তবে নাগর নদীর পানিতে সয়লাভ হতে পারে নদী তীরবর্তী অন্চল সমূহ। এ ধরনের অস্বাভাবিক অতি বর্ষন ইতিপূর্বে কোনদিন দেখেননি বলেও মন্তব্য করেন এলাকার বাসিন্দারা।
ঠাকুরগাঁও জেলার হরিপুর, রানিশংকৈল, বালিয়াডাঙ্গী ও সদর এলাকা পরিদর্শন করে দেখা গেছে যে বন্যা পরিস্থিতি অনুকূলে আছে।