তৌফিক জহুর
…………………………………………………………….
মনে পড়ে, সেই ঝড়ের রাতের কথা
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম আমরা
অনাগত স্বপ্নগুলো ট্রাভেল ব্যাগে ভরিয়ে
বৃষ্টি আর বিদ্যুৎ চমকের মধ্যে শুরু হলো পথচলা,
সেই প্রথম তোমার চুলের গন্ধ
অতর্কিতে হানা দিলো আমার নিঃশ্বাসের গভীরে।
ঝড়ের মাতমে ক্লান্ত শহর ঘুমিয়ে গেছে বেশ আগেই
শুধু জেগে আছে ভেজা শাড়ির মতো মেঘময় আকাশ
যতদূর চোখ যায় গাড়ির হেডলাইট আর রাত জাগা গাছ
সকালের অস্পষ্ট আলোয়
যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নেই আমাদের স্বপ্নগুলো
ধীরে ধীরে বসন্তের আকাশ জেগে ওঠে
রাতের ক্লান্তি ভুলে নিজের রূপে।
আমরা বসন্ত বাতাসের ভেলায় চেপে পৌঁছে যাই সমুদ্রে
একটা গভীর চুম্বনের আকুতি হৃদয়কে করে তোলপাড়
জানলাম পৃথিবীতে পুরুষের যুদ্ধ চুমুর জন্য।
খরগোশ ওত পেতে বসে থাকে চাঁদের আলোয়।