সাতক্ষীরা থেকে হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মোক্তার হারুন এর পুত্র শেখ শহিদুর রহমান (৪৭), একই গ্রামের মৃত নুরুল হুদার স্ত্রী রাহিমা খাতুন (৬৫), মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের নুরুল হক এর কন্যা শাহিনা খাতুন (২৫), শাহিনা খাতুন মৌতলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন, নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের ওমর ফারুক এর স্ত্রী সেলিনা পারভীন (৪৩), সেলিনার স্বামী ডাঃ ওমর ফারুক কিছুদিন আগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসে কর্মরত অজিত কুমার দাস এর কন্যা শোভারাণী দাস (৪৪) ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের নজরুল ইসলাম হাজী (৪৮), পুর্বেও করোনা রিপোর্ট পজিটিভ ছিল, দ্বিতীয়বার নেওয়ার পরেও পজিটিভ এসেছে তার। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এ প্রতিনিধিকে জানান, গত ২৭ জুন এই ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হয়, সোমবার (৬ জুলাই) তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লকডাউন এর বিষয় নিশ্চিত হতে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, থানা এলাকায় ৬ জন ব্যক্তির বাড়িসহ মৌতলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লকডাউন ঘোষনা করা হয়েছে।