স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবার আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত সখিপুর আহছানিয়া মিশন সুদীর্ঘকাল ধরে মানব সেবায় ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন পরিচালিত আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালকে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে বিনামুল্যে ঔষধ প্রদান উপলক্ষ্যে মিশনের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সহসভাপতি মোকলেছুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, হাসপাতালের পরিচালক আলহাজ্ব ডাক্তার আকছেদুর রহমান, নির্বাহী সদস্য ডাক্তার নজরুল ইসলাম, মিশনের উপদেষ্টা উপাধ্যক্ষ আব্দুল মজিদ।মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব এর সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব আবদুল গফুর সরদার, উপাধ্যক্ষ আব্দুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজুজ্জামান, হাজী আব্দুল মজিদ, গোলাম কিবরিয়া, মিজানুর রহমান, কামরুজ্জামান, রোভার আরাফাত ও রোভার রাকিব। উক্ত সংস্থাকে বিনামুল্যে ৬৩২৪২ তেষট্টি হাজার দুই শত বিয়াল্লিশ টাকার ঔষধ প্রদান করা হয়।এ সময়ে সার্বিক সহযোগিতা করেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ।