হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও সাতক্ষীরার গর্ব শেখ রফিকুল ইসলাম পিএএ
অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন হয়েছেন। তিনি নতুন কর্মস্থল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) হিসেবে যোগদান করেছেন।
উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৭ সালের প্রথম দিকে প্রায় ৩ বছর সফল সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর পরিচালক (কর্মসংস্থান) হিসেবে পদায়িত হন। ২০১৭ সালে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়ে জনপ্রশাসন পদক (ব্যক্তিগত ক্যাটাগরি) লাভ করেন। বছর দেড়েক পর তিনি একই বুরোর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) হিসেবে পদোন্নতি পান। ২০১৯ সালের শেষ দিকে তিনি যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন।
কর্মজীবনে মুন্সিগঞ্জ তিনি কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। সৎ, যোগ্য ও দক্ষ মানুষেরা যে সবসময় মূল্যায়িত হন রফিকুল ইসলামের কর্মজীবন তারই বহিঃপ্রকাশ।