হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সী।
শুক্রবার(৭ আগষ্ট) এক শোক বার্তায় মাষ্টার নরীম আলী মুন্সী বলেন, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সুদীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়ে দেবহাটা উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার অভাব কখনও পূরণ হওয়ার নয়।