উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ীসহ আটক-৩
নড়াইলের লোহাগড়ায় ভারতীয় শাড়ি সহ ৩ পাচারকারীতকে আটক করে,নড়াইল গোয়েন্দা এস আই মিল্টন কুমারের চৌকিস টিম। দিবা গত সোমবার (৩০আগস্ট) রাত ১২ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন লোহাগড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের বটগাছের পাশে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার সহ ১১৭ টি ভারতীয় শাড়ি আটক করা হয়। এখন যার বাজার মুল্য অনুমান ৪৬৮০০০ টাকা,উদ্ধার পুর্বক শাড়ি গুলি জব্দ করা হয় এবং তিনজন আসামি কে গ্রেপ্তার করা হয়। এরপরে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। এস আই মিলটন কুমার দেবদাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০আগস্ট) মধ্য রাতে নিয়মীত অভিযানের বিত্তিতে সঙ্গীয়ও ফোর্স সহ লোহাগড়া বাজারের বটগাছের পাশে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার সহ ১১৭ টি ভারতীয় শাড়ি ও (৩) জন আসামী মোঃ বসিরুল হক (৩৮),পিং-মৃত,নুরুল হক,থানা-দেবিদ্বার,জেলা-কুমিল্লা,সৈয়দ আবু জাহিদ (৪০),পিং-মৃত,সৈয়দ আবু জাফর,সাং-দিঘির পাড়,থানা-বোয়ালমারী,জেলা-ফরিদপুর ও মামুনুর রহমান(৩২),পিং-মোঃ আলাউদ্দিন,সাং-বড় আঁচড়া,থানা-বেনাপোল,জেলা- যশোর কে আটক করে। লোহাগড়া থানায় মামলা দায়ের করে আসামিদের কোর্টে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।