প্রিয় শ্রীপুরবাসী,
আমি আগেও বলেছি, আবারো বলছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হতদরিদ্রদের ঘর দেয়া, ও বিশেষ করে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির নামে কেউ অবৈধ অর্থ দাবি করলে দয়া করে টাকা দেবেন না। আমার অথবা আমার অফিসের নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিক আমাকে অবহিত করুন। সরকার আমাকে যথেষ্ট বেতন দেয়। এর বাইরে কোন অর্থ আমার দরকার নেই। অবৈধভাবে টাকা দিলে আপনার কাজ হয়ে যাবে এমন ভাববেন না। আপনি যোগ্য হলে এবং প্রকৃত দাবিদার হলে অবশ্যই আপনি সেবা পাবেন। নিজের কষ্টার্জিত অর্থ কোনভাবেই দালাল টাউট-বাটপারদের খপ্পরে পড়ে খোয়াবেন না।
অনুরোধক্রমে
মোঃ ইয়াছিন কবীর
উপজেলা নির্বাহি অফিসার,
শ্রীপুর, মাগুরা।
০১৭৩৩৩৯৯৭৮২