১৭৮, ঢাকা-৫ উপনির্বাচন মনোনয়ন খুব শীঘ্রই ঘোষণা দিবেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঠিক সেই লক্ষে ঢাকা-৫ আসনে প্রয়াত হাবিবুর রহমান মোল্লা পরিবার থেকে মনোনয়ন দিতে বিশাল সমাবেশ করেছেন ডেমরা-যাত্রাবাড়ী থানার ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা।
শনিবার বিকালে যাত্রাবাড়ীতে এই সমাবেশ করেন তারা।
সমাবেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান, প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা যেমন গণমানুষের নেতা ছিলেন। ঘরে ঘরে গিয়ে কর্মী তৈরি করেছেন। তার উত্তরসূরী এমন কাউকেই বেছে নিলে দল ও এলাকার উপকার হবে। মোল্লার কাছে দলের সব পর্যায়ের কর্মীরা যেমন নিরাপদ ছিলেন, তেমনি মোল্লার পরিবার থেকে দলীয় মনোনয়ন দেওয়া হলে মানুষ নিরাপদে থাকবে। তারা আরো বলেন, আসন্ন উপনির্বাচনে হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান সজলকে দলীয় মনোনয়ন দেওয়া হলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নৌকার জয় সহজ হবে। এছাড়াও প্রবেশ দ্বারখ্যাত আসনটিকে বিএনপি-জামায়াতের উৎপাত-নাশকতা বন্ধে সজলই যোগ্য প্রার্থী। কৃষক লীগ সভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান সজল।
আতিকুর রহমান খান ও রিপন হোসেন ফাহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সভাপতি আব্দুস সালাম বাবু, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, দক্ষিণ যুবলীগের জনশক্তি সম্পাদক মোক্তার হোসেনসহ যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, শেখ রাসেল স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।