পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ছয় নং মজিদ বাড়িয়া ইউনিয়নে ভয়াং বাজারে এ ঘটনা ঘটে। যোগ সুত্রে জানাযায়, বাদী মোঃ বাদল আকন (৩৭) পিতা মোঃ সুলতান আকন গ্রাম, বাসন্ডা দুই সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ ঘটিকার সময় সুবিদখালী হইতে এক নং বিবাদী অটোরিক্সায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় গাড়িতে থাকা একটি ছোট বাচ্চার নিকট হইতে ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করলে বিবাদী মোঃ রানা (২৮) পিতা ইউসুফ খলিফা গ্রাম পশ্চিম সুবিদখালী ও মোঃ হিরু খান পিতা মোঃ সেলিম খান গ্রাম খলিশা খালী বাদী বিবাদীদের সাথে কাটাকাটি হয়।
ইতিপূর্বে বাদীর কাছে থাকা ৩০০০০ টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে জাওয়া হয়। পরবর্তীতে ঘটনার বিষয় বাদী স্হানীয় গন্য মন্য ব্যাক্তি বর্গদের জানাইলে তাহারা শালিসির মাধ্যমে তিন সেপ্টেম্বর বিবাদীরা অপরাধ স্বিকার করে ২০০০০ টাকা জরিমানা করেন শালিস গন। এবং এগারো সেপ্টেম্বর উক্ত টাকা পরিশোধ করার কথা থাকলে বিবাদী টাকা দিবে না বলে অস্বীকার করেন এবং পরবর্তীতে টাকা চাইলে তাহাকে প্রান নাশের হুমকি প্রধান করে থাকেন।
মির্জাগঞ্জ থানার এস,আই, মোঃ সাইদুল ইসলাম, , অভিযোগ এর সত্যতা স্বিকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনি বিচার করা হবে।