বিংশ শতাব্দির শ্রেষ্ঠ সাধক সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গওছে জামান, আরেফ বিল্লাহ, হযরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (রা.) এঁর প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক এবং সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সাহেবের আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় মিশন ও এলাকাবাসীর সকাল ৮ টায় কবরা জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া বাদ আসর নলতা শরীফ জামে মসজিদে মিলাদ এবং সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপশি আজ সকালে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার স্কাউট এর পক্ষথেকে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২০১৯ সালের ১২ অক্টোবর রোজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। জনাব আবদুল মজিদ সাহেব ১৯৩৪ সালের ৬ জানুয়ারী দেবহাটার সখিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক পুত্র এবং চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সখিপুর সাহেব বাড়ির ছোট সাহেব হিসেবে পরিচিত ছিলেন।
আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সাহেব ১৯৯৭ সাল থেকে সুদীর্ঘ ২৭ বছর সততা ও নিষ্ঠার সাথে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয় মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তারই উদ্যোগে ১৯৮৫ সালে সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের দায়িত্ব পালন করেছেন।
আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সমাজ সেবায় অবদান রাখার জন্য একাধিকবার সাতক্ষীরা জেলার সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ট সমাজ সেবক নির্বাচিত হন। তিনি এলাকার রাস্তা ঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেজিস্টিরি অফিস, ব্যাংক, পোষ্ট অফিস প্রতিষ্ঠায় উল্লেখযেগ্য ভুমিকা রাখেন।