মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন নেটওয়ার্ক সংযোগ এর উদ্যোগে বারাকার পরিচালক ও নারকব এর সভাপতি ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি স্মরণে আজ ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরে এক শোক সভার আয়োজন করা হয়।
জানা যায়, রবি পিউরিফিকেশন কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে তিনি মোহাম্মাদপুর আসাদ এভিনিউয়ে কলেজ ক্যাম্পাসের বাড়িতে ফিরে আসেন। এরপর গত ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা যান।
সংযোগ এর সভাপতি ইকবাল মাসুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংযোগ সহ-সভাপতি লুৎফর রহমান মানিক, শফিকুর রহমান খকোন, মো: ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক শাহবুদ্দিন চৌধুরী সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হক তুহিন, কোষাধক্ষ্য কামরুজ্জামান শাহীন। এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিথিঁ, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত, সহকারী পরিচালক মোখলেছুর রহমান প্রমূখ।
স্মৃতিচারণ সভায় বক্তারা ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশনের মাদক বিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বারাকার পরিচালক হিসেবে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে ভূমিকা রাখেন ও নারকব প্রতিষ্ঠা করে দেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গুলোকে একত্রে করে তাদের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে গেছন। বক্তারা সকলে তার আত্নার শান্তি কামনা করেন। উল্লেখ্য যে, ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ছিলেন ও আপনগাঁও এর পরিচালক ছিলেন।