নাছরুল্লাহ আল কাফীঃ
ফ্রান্সে রাষ্টীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বরিশালের পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে শনিবার ৩১ অক্টোবর জোহর বাদ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারন ছাত্র-যুব মুসলিমজনতা।
এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি নুরুল্লাহ, পৌরসভার সাবেক কমিশনার হানিফ শিকদার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউল হাসান, কেন্দ্রীয় মসজিদের সাবেক ক্যাশিয়ার নজরুল আহসান।
আরও বক্তব্য রাখেন, ছাত্র নেতা তানভীর খান, আব্দুল্লাহ খান, ওসমান গণী, জামিল রায়হান, আশিকুর রহমান, আব্দুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সের সকল পর্ন বর্জন করতে হবে। ফ্রান্সকে সকল দিক থেকে বয়কট করতে হবে। মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে। ইহুদিরা ইসলামকে আগেও ধংশ করতে পারে নাই, এখনও পারবে না। ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ।
এ বক্তব্য শেষে, দোয়া মোনাজাত করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।