মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের নড়াগাতি থানার মাউলি স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাউলী পঞ্চপল্লী নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বিকেলে অনুষ্ঠিত খেলায় মহাজন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
ট্রাইবেকারে মহাজন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুমড়ি ফুটবল একাদশকে পরাজিত করে। উভয় দলেই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ মকিদ, মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার মিকু, মাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক, মাউলী পঞ্চপল্লী নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মিজানুর রহমান, মাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস, মাউলী ইউনিয়নের মেম্বার মোকশেদুল শেখ, শিক্ষক রাজিব রায়, শিক্ষক সানোয়ার মোল্যা, জাসাদুর রহমান জিল্লু, মুরাদ হোসেন, জাহাঙ্গীর আলম লেন্টু, শেখ মাসুদ রানা, শেখ শরিফুল ইসলাম, শেখ হিরা, সোহাগ শেখ, সুজন রায় প্রমুখ।
সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।